এদিকে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে গত ১২ মে রোববার কার্ডিফের ব্লু গ্লালিক রেস্ট্রুরেন্টে ওয়েলস আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমদ মকিস এর সভাপতিত্বেও ওয়েলস আওয়ামলীগের সেক্রেটারী এম. এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুল ইসলাম নজরুল,এস. এ রায়হান মধু, গোলাম মর্তুজা,আলহাজ্ব লিয়াকত আলী, মল্লিক মোসাদ্দেক আহমদ, হারুন তালুকদার, নূরুল আলম চুনু, হাজী ছালিক মিয়া, বদর চৌধুরী বদর,, শেখ মো. আনোয়ার, সেলিম আহমদ, আলহাজ্ব আসাদ মিয়া, লিলু মিয়া, জাহির উদ্দিন আলী, আবুল কালাম মুমিন, নোমান চৌধুরী, রকিবুর রহমান, এবি রুমেল, আলমগীর আলম, আ: কালাম, বাহা উদ্দিন, পাপলু জুয়েল মিয়া প্রমুখ।
সভার সভাপতি মনসুর আহমদ মকিস ও সেক্রেটারী এস এ মালিকসহ সকল বক্তারা জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানান।