মনু নদীর ৩০টি স্থান ঝুঁকিপুর্ন॥ পৌরসভাসহ ১০ টি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশংকা
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার মনু নদীতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পৌর শহরের বড়হাট এলাকায় বাধে ধস নামায় পৌরসভাসহ ১০টি ইউনিয়ন পস্নাবিত হওয়ার আশংকা। মনু নদীর ৩০ টি বাধের স্থান ঝুঁকিপুর্ন হয়ে পড়েছে। শনিবার ভোর রাতের বৃষ্টিতে পৌর শহরের বড়হাট এলাকায় মনু বাধে ধস দেখা দিলে পাউবোর লোকজন নিয়ে উক্ত স্থানে বালুভর্তি বস্তা দিয়ে প্রতিরোধের চেষ্টা করেছে। এ ব্যাপারে পাউবো এর নির্বাহি প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি জানান, এ স্থানটি মেরামতের জন্য টেন্ডার দিয়ে ঠিকাদার কাজও পেয়েছিল, কিন্তু বাজেটে টাকা না থাকায় ঠিকাদার কাজ করেনি, পুনরায় এ মাসে টেন্ডার করা হবে।
নির্বাহি প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী জানান,মনু নদীর ডানপার্শ্বে আলীনগর, রাজাপুর, আশ্রয়গ্রাম, খন্দকার গ্রাম, বালিয়া গ্রাম বামপার্শ্বে নিশ্চিন্তপুর, খলিলপুর, মন্দিরা, কামারচাক, প্রেমনগরসহ ৩০টি স্থান ঝুঁকিপুর্ন হয়ে উঠেছে।