শ্রীমঙ্গলে জাতীয় সংসদের চিফ হুইপের বাসায় চুরি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদের শ্রীমঙ্গলের মিশন রোডের বাসায় এক দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বাসার কেয়ারটেকার ইমন বোনার্জী জানান, গত ১১মে শনিবার রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ চোর চক্র বাসার ভিতরে প্রবেশ করে সবকটি বাথরুমের ফিটিংসের মালামাল চুরি করে নিয়ে যায়। ওই দিন রাতে চীফ হুইপ বাসায় ছিলেন না। তিনি ঢাকা থেকে শ্রীমঙ্গলে এসে বিটিআরআই গেষ্ট হাউসে রাত্রিযাপন করেছিলেন। রবিবার সকালে তিনি দেখতে পান বাথরুমের সবকটি পাইপ লাইনের প্রায় অর্ধলক্ষ টাকার ফিটিংসের কল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । অন্যদিকে একটি সূত্র জানায়, ঘটনাটি গত শনিবার সন্ধ্যা রাতে ঘটলেও স্থানীয় প্রশাসন বিষয়টি জেনেছে গত রোববার বিকেলে। এর পরেই প্রশাসনের মধ্যে শুরু হয় তোলপাড়। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোর চক্রকে ধরতে রোববার সন্ধ্যা থেকেই পুলিশ গোপনীয়তা রক্ষা করে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কয়েকজন টোকাইকে ধরে থানায় নিয়ে আসে। শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার এ.এস.আই. আহাদ চীফ হুইপের বাসার চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকায় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ফিটিংসের মালামাল উদ্ধার করেছে। উল্লেখ্য যে, এর আগেও শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে এভাবে বাথরুমের ফিটিংসের মালামাল চুরি হয়েছিল। সেসব ঘটনায় প্রকৃত চোর কিংবা মালামাল উদ্ধার হয়নি। আর শ্রীমঙ্গল থানা থেকে চিফ হুইপের বাসার দূরত্ব মাত্র তিনশ গজ।