গাড়ি ভাংচের শুরু হরতাল

স্টাফ রিপোর্ট : জামায়াতের নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল সিলেটে শুরু হয়েছে ঝটিকা মিছিল,সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ,গাড়ি ভাংচুর ও ককটেল বিষ্ফোরণের মধ্য দিয়ে।
সকাল সকাল সোয়া ৬ নগরীর সোবহানীঘাট এলাকা থেকে ঝটিকা মিছিল বরে করে উপশহর এলাকায় টায়ার জ্বালিয়ে ও ট্রাফিক ডিভাইডার ফেলে সড়ক অবরোধ করে শিবিরকর্মীরা । এসময় তারা কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।
সকাল পৌনে সাতটায় নগরীর মিরাবাজারে পুলিশের গাড়ি লক্ষ্য করে শিবিরকর্মীরা একটি ককটেল নিক্ষেপ করে। এসময় পুলিশ তাদেরকে ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে পালিয়ে যায় শিবিরকর্মীরা । সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছেনা। সিলেট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন বাস। তবে ট্রেণ চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে নাশকতা এড়াতে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছে বিজিবি ও র্যাবের টহল।