বিদ্যুৎবিহিন চাতলাপুর চেকপোষ্ট : ইমিগ্রেশন কার্যক্রম বিঘ্নিত
নুরুল ইসলাম শেফুল : কালবৈশাখী ঝড়ে বৈদ্যূতিক টাওয়ার ভেঙ্গে গত চার দিন ধরে কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোষ্ট বিদ্যূৎবিহিন হয়ে রয়েছে। চাতলাপুর চেকপোষ্টের অভিবাসন কর্মকর্তা এসআই জামাল হোসেন জানান, গত ৮ মে থেকে বৈশাখী ঝড়ে পুরো শরীফপুর ইউনিয়নের সাথে গুরম্নত্বপূর্ণ এই প্রতিষ্ঠান বিদ্যূৎ বিহিন। চেকপোষ্টে অভিবাসনের সকল কার্যক্রম ল্যাপটপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। বিদ্যূৎ সুবিধা না থাকায় অভিবাসন কার্যক্রম খাতায় তথ্য লিপিবদ্ধ রাখতে হচ্ছে। বিদ্যূৎ বিভাগ সঠিক কোন তথ্য দিচ্ছে না যে, কবে নাগাদ বিদ্যূৎ সরবরাহ স্বাভাবিক হবে।
মৌলভীবাজার পলস্নী বিদ্যূৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম প্রকৌশলী এএসএম হাসনাত হাসান জানান,শমশেরনগর-চাতলাপুর ঝড়ে একটি বৈদ্যূতিক ষ্টিলের টাওয়ার ভেঙ্গে এ বিপর্যয় ঘটে। বিদ্যূৎ সরবরাহের জন্য কাজ চলছে।