মিলানে ইউরো বিডিনিউজ অনলাইন পত্রিকার আনুষ্টানিক যাত্রা শুরু

নাজমুল হোসেন, মিলান থেকে : ইতালির মিলানে অনলাইন পত্রিকা ইউরো বিডিনিউজ ডট কম এর আনুষ্টানিক ভাবে যাত্রা শুরু করলো | বাংলাদেশ ও ইউরোপ থেকে এই অনলাইন পত্রিকা পরিচালিত হয়ে আসছে গত দুই মাস থেকে পরীক্ষামূলক ভাবে | ১২ মে রবিবার বিকাল ৬ টায় মিলানের ভিয়া পাদোভার একটি হলরুমে পত্রিকার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় | অনলাইন পত্রিকার সম্পাদক সাইফুর রহমান সাগর এর সভাপতিত্বে,সামাজিক সংঘঠক শাহ আমানত উল্লা রাজুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিলানের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মিলান বিএনপির সভাপতি হাবিবুর রহমান আইয়ুব,মিলানের বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুল্লা মাহবুব রহমান হান্নান,অনলাইন পত্রিকার সহ সম্পাদিকা,মাসিক পত্রিকা স্বদেশ বিদেশ পত্রিকার মিলান ব্যুরো প্রধান সেলিনা আক্তার |
অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবাসী শিশু খালেখ মাহমুদ ইফতি | স্বাগত বক্তৈব্ব রাখেন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশের সাভার ট্রাজিতে নিহত পরিবারের জন্য দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় |
অনুষ্টানে অতিথিরা তাদের বক্তৈব্বে বলেন,সাংবাদিকরা হচ্ছেন জাতির বিভেক | আপনারা যারা সাংবাদিকতা করেন প্রবাসে তাদের প্রতি আমাদের একটা অনুরুধ,আপনারা দল মত উপেক্ষা করে প্রবাসীদের মনের কথা গুলো সুন্দর করে আপনাদের পত্রিকায় তুলে ধরবেন | মিলানে এই ইউরো বিডিনিউজ অনলাইন পত্রিকা শুরু করছেন যারা তাদের কে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এই পত্রিকার সাফল্য কামনা করছি |
পত্রিকার সহ সম্পাদিকা সেলিনা আক্তার তার বক্তৈব্বে বলেন,আপনারা যারা কষ্ট করে এই অনুষ্টানে এসেছেন সবাই কে পত্রিকা পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি | তিনি উপস্থিত সকলের কাছে এই পত্রিকার সাহায্য ও সহযোগিতা কামনা করেন | তিনি বলেন মিলানে মাসিক পত্রিকা স্বদেশ বিদেশ আপনাদের সহযোগিতায় যেমন চলছে তেমনি আপনাদের কমিউনিটির প্রতিদিনের সংবাদ গুলো আমরা এই অনলাইন পত্রিকার মাধ্যমে খুব দ্রুত প্রচার করতে সক্ষম হব | তিনি উপস্থিত সকল রাজনৈতিক,সামাজিক ব্যক্তিদের কাছে কৃতজ্ঞতা জানান |
অনলাইন পত্রিকার সম্পাদক তার বক্তৈব্বে বলেন,আপনাদের প্রবাসের কমিউনিটি নিউজ এর পাশা পাশি প্রবাসীদের মনের ভাব প্রকাশ করার একটি সহজ মাধ্যম হচ্ছে এই অনলাইন পত্রিকা | খুব অল্প সময়ে সারা পৃথিবীতে অনলাইন পত্রিকা সকলের কাছে খুব জনপ্রিয় হয়েছে | খুব সহজেই আপনারা আপনাদের খবর গুলো এই অনলাইন পত্রিকার মাধ্যমে দেখতে পারবেন | তিনি বলেন আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের বোঝা উচিত, জনগণ এর রায় ছাড়া কখনো কেও ক্ষমতায় যেতে পারে নি আর পারবে ও না | প্রশাসনে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা যারা প্রশাসনিক কর্মকর্তা হয়ে কাজ করেন ,আপনাদের মনে রাখতে হবে জনগনের টাকা থেকে আপনাদের বেতন আসে | রাজনৈতিক সরকার আসে আবার চলে যায় | আমাদের দেশে কোনো রাজনৈতিক সরকার পর পর দুবার আসে নাই আর আসবে না |
তিনি প্রবাসের সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছে অনুরুধ করেন,আপনারা যারা প্রবাসে বসবাস করছেন,কর্ম বেস্ততার মাঝে ও আপনারা সামাজিক কর্মকান্ড পরিচালনা করছেন ,আপনাদের এই কর্মকান্ড গুলো যেন কারো ধারা প্রভাবিত হয়ে বিফলে না যায় | আপনাদের সকল কে অনুষ্টানে অংশগ্রহনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি | আপনাদের সহযোগিতার হাত আমাদের অনলাইন পত্রিকার জন্য আরো বাড়িয়ে দিবেন এই প্রত্যাশা রাখছি |
অনুষ্টানে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সভাপতি প্রার্থী খান এমদাদ হোসেন , নাগরিক কমিটির সভাপতি সালাউদ্দিন ভুইয়া,বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মান্নান,মিলান বিএনপির সাধারণ সম্পাদক হুসাইন মনির,কমিউনিটি নেতা মফিজুর রহমান,নাগরিক কমিটির বিশিষ্ট নেতা শাহ আলম,বিশিষ্ট কমিউনিটি নেতা লুত্ফুর রহমান,মিলান বিএনপির সাংঘটনিক প্রার্থী হারুন উর রশিদ,সাবেক সহ সভাপতি হুমায়ুন আহমেদ,মিলান প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক মুসলেহ উদ্দিন খোকন ,সাংবাদিক পারভেজ আহমেদ,খান ফারুক,ইব্রাহিম মিয়া,আল আমিন সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংঘটনের নেতৃবৃন্দ | অনুষ্টানের সার্বিক দায়িত্বে ছিলেন মিলানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক রিন্টু |
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয় | দলীয় সংগীত পরিবেশন করেন সুলতানা খান,নিলা বড়ুয়া,আছাজা,এমিলি | দুটি করে একক নৃত্য পরিবেশন করে ঋতুপর্ণা বড়ুয়া আচল ও জেছিকা | একক সংগীত পরিবেশন করেন ব্রেসিয়া থেকে আগত শিল্পী এমিলি সাহা ,সুলতানা খান ,আছাজা ,বিপ্লব | চপল ,আচল ,ইফতির গানের সাথে চমত্কার একটি সংগীত পরিবেশন করে প্রবাসী শিশু শিল্পী মিম | দর্শকদের অনুরুধে পত্রিকার সম্পাদক সাগর ও মফিজুর রহমান একটি করে সংগীত পরিবেশন করেন | অনুষ্টানে প্রচুর প্রবাসী তাদের পরিবার নিয়ে অংশগ্রহন করেন |