‘অর্থবহ সংলাপের মাধ্যমে সংকটের উত্তরণ ঘটবে’
প্রকাশিত হয়েছে : ১৪ মে, ২০১৩ ৬:১১ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৯২ বার পঠিত

অর্থবহ সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, গোটা দেশবাসী বিশ্বাস করে সংলাপের উদ্যোগ সফল হবে। আমরা চাই, দেশের শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক।
তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।