২১ মে কুলাউড়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির নির্বাচন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদে নির্বাচন ২১ মে মঙ্গলবার। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। এ পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন বর্তমান সদস্য আব্দুল বাছিত লেবু ও আব্দুস শহীদ মাখন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শিক্ষানুরাগী আব্দুল জলিল ও শিক্ষানুরাগী ফরহাদ আহমদ। কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল জানান, নির্বাচনকে ঘিরে প্রস্তুতি চলছে। মোট ১৬৪১ জন শিক্ষার্থীর অভিভাবক ওই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকালে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও আতাউর রহমান সেন্টু নামের এক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার।