কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্লাড গ্রুপিং সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ মে, ২০১৩ ৬:১৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৬৫ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। গত ১১ মে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ৯৭ জন ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হাশিম। উল্লেখ্য, গত বছর প্রথম দফা ওই প্রতিষ্ঠানের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।