কুলাউড়ার টিলাগাঁওয়ের ৬নং ওয়ার্ডে উপনির্বাচন ৬ জুন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপনির্বাচন আগামী ৬ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। গত ৯ মে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম ওই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ১৮ মে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ মে মনোনয়নপত্র বাছাই, ২১ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ও ৬ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সরেজমিনে জানা যায়, এই নির্বাচনে অংশ নিতে ৪-৫ জন প্রার্থী প্রস্তুতি নিচ্ছেন। ভোটারদের আগাম সমর্থন নিয়ে মনোনয়নপত্র দাখিলের ইচ্ছা পোষণ করে ভোটারদের বাড়িতে ছুটছেন তারা। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। উল্লেখ্য, গত ১০ এপ্রিল ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মতলিব তার এলাকায় একটি বেওয়ারিশ লাশ পেয়ে সেটি পুলিশের কাছ হস্তান্তর করে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।