মডেল স্কুল হিসেবে কুলাউড়ার এনসি স্কুল চূড়ান্তভাবে নির্বাচিত
কুলাউড়া প্রতিনিধি : অবশেষে মডেল উচ্চ বিদ্যালয় হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে কুলাউড়া নবীন চন্দ্র (এনসি) উচ্চবিদ্যালয়। দেশের ৩০৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্য থেকে বাছাইকৃত ১৯টির মধ্যে স্থান পায় প্রতিষ্ঠানটি। এ সংবাদ সংশ্লিষ্টদের পাশাপাশি কুলাউড়াবাসীকেও আনন্দিত করেছে। জানা যায়, দেশের সব এলাকায় মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৮ সালের ৩০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের শিম/মাঃ ১০/বেমজা-৫-১/৯৬/৯৮নং এবং ২০০৯ সালের ৫ জানুয়ারি শিমপ/সি.স.প্রা.-৩ উপজেলা মডেল বিদ্যালয় ১৮২/২০০৮ (অংশ-১১/১১) নং প্রজ্ঞাপনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়বিহীন ৩০৬টি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয়কে মডেল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে চূড়ান্তভাবে মডেল স্কুলে উন্নীত হওয়ার জন্য বিদ্যালয়গুলোকে নানা শর্ত দেওয়া হয়। সব শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি এগিয়ে যাওয়ার ফলে সর্বশেষ সারাদেশে ১৯টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। এর মধ্যে ১৯তম স্থানে রয়েছে কুলাউড়ার অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয়।