কুলাউড়ার কর্মধার সাবেক মেম্বার হাশমত আলীর ইন্তেকাল
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ মো. হাশমত আলী আর নেই। তিনি গত ৬ মে বেলা দেড়টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লস্নাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরদিন ৭ মে বেলা ১১টায় কর্মধা উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিসহ সহস্রাধিক লোক অংশ নেন। পরে কাঁঠালতলী বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। ১০ মে শুক্রবার মরহুমের কুলখানি উপলক্ষে স্থানীয় মসজিদসহ পূর্ব কর্মধাস্থ নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, মৃত্যুকালে তিন ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত (দুবার) কর্মধা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন এবং দুবার তিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। নলডরীতে অবস্থিত ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও কাঁঠালতলী বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।