কুলাউড়ার ভূকশিমইল মাদ্রাসার বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ১৪ মে, ২০১৩ ৬:১৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৫৫ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ভুকশিমইল দারুল উলুম দাখিল মাদ্রাসা দাখিল পরীক্ষার ফলাফলে বিভাগীয় পর্যায়ে সেরা ২০ এর তালিকায় ৬ষ্ট স্থান অধিকার করে কৃতিত্ব অর্জন করেছে। এবারের দাখিল পরীক্ষায় ভূকশিমইল দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে ৪৩জন পরীক্ষায় অংশ গ্রহন করে ৪২জন উত্তীর্ন হয়্। উত্তীর্নদের মধ্যে ৩জন জিপিএ-৫, এ ২৯জন, এ- ৬জন, বি ৪জনসহ ৪২জন কৃতিত্বের সাথে পাস করে। মাদ্রাসা অধ্যক্ষ এ এইচ এম বজলুল হক জানান, এবারের ফলাফলে বিভাগীয় পর্যায়ে ১ম বারের মত সেরা ২০ তালিকায় ৬ষ্ট স্থান এবং জেলা পর্যায়ে ৩য় বারের মত ১ম স্থান অধিকার করার কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি তার এ সাফল্য অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।