কুলাউড়া এনসি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্টিত

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া নবীন চন্দ্র (এনসি) মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু বলেছেন, একটি বিদ্যালয়ের সফলতা নির্ভর করে ছাত্র, শিক্ষক ও অভিভাবকের উপর। এ তিনের সমন্বয় হলে যেকোন শিক্ষাপ্রতিষ্টানের সফলতা অনিবার্য। গত ১১মে শনিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং শিক্ষক সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এক অভিভাবক সমাবেশে তিনি একথা বলেন। বিদ্যালয়ের মান-সম্মত শিক্ষাদানের উপর আলোকপাত করে আরো বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র কামাল আহমদ জুনেদ, সাংবাদিক সুশীল সেনগুপ্ত, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাধেশ্যাম রায় চন্দন, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ূম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মইনুল ইসলাম শামীম, দাতা সদস্য মাহবুব করিম মিন্টু, সদস্য ফরহাদ আহমদ, পিটিএ সহ-সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, অভিভাবক শরীফ উদ্দিন আহমদ ও ইছরাব আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন। বক্তারা শিক্ষার্থীদের অনুপস্থিতি রোধকল্পে প্রত্যেক অভিভাবকের মোবাইল ফোন সংগ্রহ করে শ্রেনী শিক্ষকদের সরাসরি যোগাযোগ রাখার, প্রাইভেট কোচিং বন্ধ করার, প্রতি মাসে ক্লাস টেষ্ট নেয়ার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে নিয়মিতভাবে শিক্ষকদের পাঠদানের মনিটরিং করার, সকলের সমন্বয় ও সহযোগিতায় বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নে ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।