কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার রাউৎগাঁওয়ের নর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে। ওই ভবনে বর্তমানে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। ফলে যেকোনো সময় দেয়াল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে। গত রোববার নর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ২০০৪ সালে নির্মিত মূল ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং কোনো কোনো স্থানে পলেস্তরা খসে পড়ে গর্তের সৃষ্টি হয়েছে। স্থানে স্থানে ১২-১৩ ফুট দৈর্ঘ্যের ফাটল দেখা দিয়েছে। এসব ফাটলের নিচেই ক্লাসরুমে কোমলমতি শিক্ষার্থীরা পাঠ নিচ্ছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম জানান, ৮-৯ দিন আগে বিষয়টি প্রথমে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা অফিসে মৌখিকভাবে জানানো হয়েছে। পরে গত রোববার লিখিতভাবে উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।