কুলাউড়ায় ভারতীয় বিড়ি ও কারেন্ট জাল আটক
প্রকাশিত হয়েছে : ১৪ মে, ২০১৩ ৬:২২ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৫৫ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ফুলতলা ক্যাম্পের বিজিবি সদস্যরা আমদানি নিষিদ্ধ ৮ লাখ ৪৮ হাজার ৮০০ টাকার ভারতীয় নাসির বিড়ি ও কারেন্ট জাল আটক করেছে। ফুলতলা ৪১ ব্যাটালিয়ন বিজিবি সুবেদার মো: শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে কুলাউড়া উপজেলাধীন ব্রাড়্গণবাজার-ভাটেরা সড়কের পশ্চিমবাজার এলাকায় একটি মাইক্রোবাসকে ধাওয়া করলে গাড়ি রেখে চালক ও ব্যবসায়ী গা ঢাকা দেয়। এ সময় ৫ লাখ ২৩ হাজার পিস ভারতীয় নাসির বিড়িসহ রাসত্মার পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-১৪-০২৭১ ) আটক করা হয়। এছাড়া একই সময় ১২ হাজার টাকার মাছ ধরার কারেন্ট জাল আটক করা হয়। সোমবার বিকেলে আটককৃত বিড়ি ও জাল মামলাসহ আদালতে প্রেরণ করা হয়।