কুলাউড়ায় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সংবর্ধনা

কুলাউড়া প্রতিনিধি : উত্তর কুলাউড়াস্থ পাথরশাহ ইসলামিক একাডেমীতে মাওঃ মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মোঃ আজিজুল ইসলাম সুলেমান এর পরিচালনায় কমিটির বর্তমান সভাপতি পবিত্র ওমরা হজ্ব গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ৯ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। এতে আলোচনা করেন সভাপতি মাওঃ মুজিবুর রহমান চৌধুরী, নাজিম আলহাজ্ব শাহরিয়ার খান, প্রধান ক্বারী মাওঃ ছাদ উদ্দিন ছাদী, কোষাধ্যক্ষ একেএম মহি উদ্দিন চৌধুরী, আজিজুল হক বাবুল মহরী, ক্বারী নিজাম উদ্দিন, হাবিবুর রহমান তাহের, সিদ্দেক আলী, মাওঃ তফজ্জুল ইসলাম, আবু তাহের চৌধুরী হেলাল, হাফিজ দেলওয়ার হোসেন, উপস্থিত ছিলেন মোঃ অকিল চৌধুরী, ক্বারী সিকন্দও আলী, ক্বারী আং খালিক, বেলাল আহমদ, মোসাদ্দিক আহমদ, কয়েছ আহমদ, শাহান উদ্দিন, আব্দুল্লাহ আহমদ রাব্বি। পরিশেষে সংবর্ধিত ব্যক্তি মাওঃ মুজিবুর রহমান চৌধুরীকে নাজিম সাহেব ও ক্বারী বৃন্দের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।