পৃথক পৃথক ঘটনায় কুলাউড়া, জুড়ী ও শ্রীমঙ্গলে ৩ জনের মৃত্যু

কুলাউড়া থানার এক পুলিশের আকস্মিক মৃত্যু : কুলাউড়া থানার এক পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু হয়েছে। পুলিশ ব্যারাকে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। থানা সূত্রে জানা গেছে, ফরিদ উদ্দিন (৪৮) কনস্টেবল গত ১১ মে রাত ২টায় পুলিশ ব্যারাকে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করা হলে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় সেখানেই তিনি মারা যান। পরদিন তার লাশ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাঠানো হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান ওই মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন। পুলিশ সদস্য ফরিদ উদ্দিনের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় মহিলা চা শ্রমিক নিহত : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় এক মহিলা চা শ্রমিক নিহত হয়েছে। তার নাম জয়মনি (৪৫)। শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ সূত্র জানায়, সোমবার (১৩ মে) সকাল ১১ টায় শ্রীমঙ্গল রেল স্টেশনে আউটার সিগনালের কাছে ভাড়াউড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়মনি ভাড়াউড়া এলাকার চা শ্রমিক শিব নারায়ণের স্ত্রী। রেলওয়ে পুলিশ বিকেল ৩টায় তার লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই (প্রসত্মাবিত সাকিবনগর) গ্রামে পানিতে ডুবে মাসুক মিয়া (৭) নামের এক শিশুর মর্মানিত্মক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ মে) দুপুর আড়াইটায়। সে স্থানীয় দক্ষিণবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। মাসুকের পিতা মানতু মিয়া জানান, সোমবার দুপুরে স্কুল থেকে এসে সে (মাসুক) একা একা বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় সে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে সর্বত্র খুঁজে না পেয়ে বিকেল ৪টায় তার মৃতদেহ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।