সংসদের বাজেট অধিবেশনে যোগ দিচ্ছে বিএনপি

প্রধানমন্ত্রীর আহবানে নয়, বরং নিজেদের প্রয়োজন আর জনগণের স্বার্থে সংসদের বাজেট অধিবেশনে যোগ দেবে বিএনপি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফেরত দেয়ার দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা ফোরাম। তিনি বলেন, ‘আমরা আগামী সংসদ অধিবেশনে যোগ দিচ্ছি এটা নিশ্চিত। তবে সেখানে কতদিন থাকবো তা নির্ভর করছে সরকারের আচরণের ওপর।’ ‘আমরা আশা করবো সংসদে দাঁড়িয়ে সরকার কারো বিরুদ্ধে বিষোদগার করবে না। আমাদেরকে কথা বলতে দিবে। তবেই আমরা সংসদে স্থায়ী হব’ যোগ করেন মওদুদ। সংলাপ নিয়ে সরকারি দলের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, বিদেশি মেহমানকে (জাতিসংঘের সহকারী মহাসচিব) শোনানোর জন্যই সরকার সংলাপের প্রস্তাব দিয়েছিল।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘সরকার আমাদেরকে বলছে- শর্তহীন আলোচনা হতে হবে। আবার তারাই বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সরকারের এ স্ববিরোধী আচরণই প্রমাণ করে তারাই অর্থবহ সংলাপ চায় না।’ সংলাপ আর সংঘাতের রাজনীতি একসাথে চলতে পারেনা বলেও এসময় মন্তব্য করেন তিনি। সরকার মূলত লোক দেখাতে ও মানুষকে বিভ্রান্ত করতেই সংলাপের প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেন মওদুদ আহমদ।
তবে সংকট সমাধানে সরকার আন্তরিক হলে বিএনপি অবশ্যই সংলাপে বসতে রাজী আছে বলে জানান তিনি।
সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগরের সদস্য সচিব আবদুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, সাংবাদিক নেতা বাকের হোসেন প্রমুখ।