আশুলিয়ার সব পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর আশুলিয়ার সব পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। শুক্রবার সকালে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শ্রমিক অসন্তোষের মুখে নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৩ মে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের তিনটি সংগঠন- বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ কারখানা বন্ধের ঘোষণা দেয়। এরআগে বেতন-ভাতা বাড়ানো ও কর্মস্থলে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষিতেই আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেছিলেন, অস্থিরতা সৃষ্টি হলে অন্য এলাকার পোশাক কারখানার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, শ্রম আইনের ১৩ (ক) ধারায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর ফলে বন্ধ সময়ে কোনো বেতন পাবেন না শ্রমিকরা। অবশ্য ওই দিন রাতেই এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, কেবল আশুলিয়ায় গোলযোগপূর্ণ কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।