ইতালির ভেনিসে অনুষ্ঠিত হতে হচ্ছে ফেস্তা ডেললে কালচারাল

নাজমুল হোসেন,মিলান থেকে : ইতালির ভেনিস শহরে বিভিন্ন দেশের প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশী অনেক প্রবাসী বসবাস করেন | প্রবাসী বাংলাদেশী ছেলে মেয়েদের বাঙালি কৃষ্টি কালচার গুলো তাদের কাছে তুলে ধরতে ভেনিস বাংলা স্কুল ঘটন করেন প্রবাসীরা | এই স্কুলের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক কার্জকর্ম গুলো পরিচালিত হয়ে আসছে | আগামী ১৯ মে রবিবার বিভিন্ন দেশের কালচার ইতালিয়ানদের কাছে তুলে ধরতে ফেস্তা ডেললে কালচারাল অনুষ্টানের আয়োজন করা হয়েছে ভেনিসে | এই কালচারাল অনুষ্টানে ইন্ডিয়া,পাকিস্তান,রোমানিয়া,পেরুবিয়ান,ফিলিপাইন,মরোক্কো,সেনেগাল,আফ্রিকান দেশের প্রবাসীরা তাদের নিজ নিজ দেশের কালচারাল গুলো তুলে ধরবে | অন্যান্য দেশের সাথে এই অনুষ্টানে বাংলাদেশের সাংস্কৃতিক ও কৃষ্টি তুলে ধরতে ভেনিস বাংলা স্কুল অংশগ্রহন করবে |