ইতালির রোমান্টিক শহর ভেনিস পানিতে নিমজ্জিত

নাজমুল হোসেন,মিলান থেকে : ইতালির সবচয়ে সুন্দর ও আকর্ষনীয় শহর ভেনিস | বিশ্বের পর্যটকদের কাছে এই ভেনিস রোমান্টিক শহর হিসাবে পরিচিত | চতুর্দিকে পানি আর এই পানির চারিদিকে ছোট ছোট শহর গুলোতে পর্যটকদের খুব আকৃষ্ট করে | বৃহস্প্রতিবার সকালে ভেনিস এর শহর গুলোতে পানি প্রবেশ করতে দেখা যায় | শহরের বিভিন্ন রাস্থা ঘাঠ পানিতে তলিয়ে যায় |
জানা যায়,ইতালির উত্তর পূর্ব ভেনোতো অঞ্চলে এই ভেনিস শহর অবস্থিত | পোপ ও পিয়েভ নদীর মুখে ছোট বড় ১২০ টি দীপ নিয়ে গড়ে উঠেছে এই ভেনিস | পৃথিবীর আকর্ষনীয় ও সৌন্দর্য মন্ডিত শহর এটি | ভেনিসের আয়তন ২৫৭.৭৩ বর্গকিলোমিটার | ২০০৯ সালের আদমশুমারি তথ্য অনুযায়ী এই শহরের লোকসংখা প্রায় ৩ লক্ষ্য |
স্থানীয় সূত্রে জানা যায়,বর্তমানে শহরটির ৫ গুন দ্রুতগতিতে পানিতে ডুবে যাচ্ছে | হেলে পড়ছে পূর্ব প্রান্তের এড্রিয়াটিক সাগরের দিকে | কিন্তু ভেনিস শহরের পানির স্থর স্থিতিশীল রয়েছে | গত এক দশক থেকে প্রতি বছর ২ মিলিমিটার হারে পানিতে তলিয়েছে এবং পূর্ব দিকে হেলে পড়ছে |ভেনিসের ১১৭ টি দীপ হ্রদের সংযোগ ভূমি গুলো আস্থে আস্থে ডুবে যাচ্ছে | শহরটির উত্তরাঞ্চল প্রতি বছর ২-৩ মিলিমিটার হারে ডুবছে আর দক্ষিনাঞ্চল ৩-৪ মিলিমিটার হারে ডুবছে |
প্লেট টেকটনিক্স এর মতে প্রাকৃতিক কারণেই ডুবছে ভেনিস শহর | কারণ এড্রিয়াটিক প্লেট বলয়ে আছে ভেনিস | এই প্লেট এপেনিনেস পর্বত মালার নিচ থেকে সরে যাওয়ার ফলে এই শহর ও আশপাশের এলাকা আস্থে আস্থে হেলে পড়ছে |
ভেনিস শহরে বন্যার প্রবণতা অনেক বেশি,যার ফলে শহরের অধিবাসীদের সারা বছর জুড়ে প্রায় সময়ই কাঠের সাকোর উপর দিয়ে হাঠতে হয় | ভেনিস শহর কিন্তু সবার কাছে একটি স্বপ্নের শহর হিসাবে বিবেচিত | তা অনেকেই এর নাম দিয়েছেন রা ডমিন্যান্ত |