মৌলভীবাজার থেকে পিকআপ ভ্যান নিয়ে চালক উধাও
প্রকাশিত হয়েছে : ১৭ মে, ২০১৩ ৫:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৬০৯ বার পঠিত
নুরুল ইসলাম শেফুল: মৌলভীবাজার থেকে পিকআপ ভ্যান নিয়ে তিন দিন ধরে উধাও হয়ে গেছে এক চালক। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় পিকআপের মালিক রাশেদ আহমদ একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, মৌলভীবাজার শহরতলীর মাতারকাপন এলাকার বাঁশতলার সুহেল গত সোমবার রাতে ভৈরবে ভাড়ায় কিছু মালামাল নিয়ে যাচ্ছে বলে জানায় ভ্যানের মালিককে। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। তার ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। টয়োটা ডায়না পিকআপ ভ্যানের নম্বর ঢাকা মেট্টো-ঠ ১১-১৩১৮।
ভ্যান মালিক সৈয়দ রাশেদ আহমদ জানান, চালক গাড়ি চোরচক্রের সাথে আঁতাত করে গাড়িটি গায়েব করার ষড়যন্ত্রে এমন করতে পারে।