মৌলভীবাজারে ফার্মাসিষ্ট ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নুরুল ইসলাম শেফুল: মৌলভীবাজারে ফার্মাসিষ্ট ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারী মহাবিদ্যালয়ে বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ময়নুল হক চৌধুরী। বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এমদাদুল হক মছনুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওষুধ প্রশাসন মৌলভীবাজারের ওষুধ তত্ত্বাবধায়ক ফখরম্নল ইসলাম, মৌলভীবাজার সরকারী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ রফি উদ্দিন, বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সিলেট জেলা শাখার অবৈতনিক সম্পাদক মোশাইদ আলী প্রমূখ।
মৌলভীবাজারে ফার্মাসিষ্ট ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ২২০জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তাদেরকে ১৬টি কোর্স করানো হবে। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে তিন ধাপে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চলবে।