ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের ২ নং কুপ থেকে দৈনিক গড়ে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সঞ্চালন শুরু

নুরুল ইসলাম শেফুল: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবস্থিত ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের দুই নং কুপ থেকে আবার গ্যাস উত্তোলন শুরু হয়েছে। শুক্রবার থেকে জাতীয় গ্রিডে ১৫ মিলিয়ন ঘন ফুট গ্যাস সঞ্চালন শুরু করেছে দেশীয় গ্যাস উত্তোলনকারী প্রতিষ্টান বাপেক্স।
গত বুধবার থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শেষে শুক্রবার দুপুর থেকে ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের দুই নং কুপ থেকে শুরু হয়েছে জাতীয় গ্রিডে গ্যাস সঞ্চালন। গ্যাস ক্ষেত্রের ডিলিং ইনচার্য রেজাউল করিম জানিয়েছেন দিনে গড়ে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হবে। পর্যায়ক্রমে তা ২০ মিলিয়ন ঘনফুটে রূপান্তরিত হবে। নতুন এ সঞ্চালনের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রে বাপেক্স ৫টি কুপ খননের কাজ শুরু করে। ১ নং কুপে গ্যাস পাওয়া যায়নি। দুই নং কুপ থেকে কিছুদিন উত্তোলনের পর বন্ধ হয়ে যায়। শুধু ৩নং ও ৪নং কুপ থেকে প্রতিদিন প্রায় ৪০ ঘন ফুট গ্যাস উত্তোলন হচ্ছিল এবং ৫ নং কুপে খনন কাজ চলছে। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত তিন মাস ধরে ২নং কুপে পুনরায় কাজ শুরু করে বাপেক্স।