বড়লেখায় এই প্রথম আওয়ামীলীগের অফিস উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দল প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো উপজেলা আওয়ামীলীগের নিজস্ব অফিস উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা আওয়ামীলীগ নেতা এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন। গত শুক্রবার (১৭ মে) রাত ৮টায় পৌর শহরের মধ্যবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদের অফিস কড়্গের পাশে দলীয় কার্যালয় উদ্বোধন উপলড়্গে অনুষ্ঠিত আলোচনা সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অফিস হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। অফিসের জায়গা ও ঘর দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা সংসদকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।