ভারেজ বাংলাদেশ এসোসিয়েসনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নাজমুল হোসেন, মিলান থেকে : ইতালির ভারেজ প্রভিন্সে বাংলাদেশ এসোসিয়েসন এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে | ১৫ মে রবিবার বিকাল ৬ টায় স্থানীয় একটি হলরুমে নবঘটিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েসন ভারেজ এর সভাপতি এনামুল হক রিপন | নাজমুল শিকদার ও সাইদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টানের ১ম পর্ব আলোচনা ও নব কমিটির পরিচিতি সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুস্তাফিজুর রহমান | স্থানীয় প্রবাসী শিশু শিল্পীদের অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং সাভার ট্রাজেটিতে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় |
অতিথি হিসাবে সভায় বক্তৈব্ব রাখেন কমিটির প্রধান উপদেষ্টা মান্নান মালিতা,উপদেষ্টা তৈয়ব আলী ,নুরুল আমিন ,নিক্সন খান ,আবুল কালাম আজাদ,নাদিম হোসাইন, মো বেলাল,সহ সভাপতি মনসুর আহমেদ,জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক মো মহিউদ্দিন সিদ্দিকী দুলাল,সাংঘটনিক সম্পাদক রাসেল মিয়া,অর্থ সম্পাদক লিটন মাতব্বর,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা নাসরিন টুম্পা,সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মারিয়া বৈশাখী প্রমুখ |
বক্তারা নবকমিটিকে স্বাগত জানান এবং মিলেমিশে এক হয়ে কাজ করার আহবান জানান | নব ঘটিত কমিটির সভাপতি ও সম্পাদক তাদের বক্তৈব্বে বলেন , ভারেজ প্রভিন্সে একমাত্র সংঘটন হিসাবে ভারেজ বাংলাদেশ এসোসিয়েসন প্রবাসীদের কল্যাণে সকলের সহযোগিতায় কাজ করবে | প্রবাসী ছেলে মেয়েদের জন্য ভারেজে একটি বাংলা স্কুল ও আরবি শিক্ষার ব্যবস্থা করা হবে | দেশের কালচার ও কৃষ্টি এদেশের শিশুদের মাঝে তুলে ধরতে হবে ও তাদের কে শিখিয়ে তুলতে হবে | বক্তারা সকল প্রবাসীদের কাছে এই নতুন সংঘটন কে চালিয়ে নিতে এবং ভালো কিছু করার জন্য পরামর্শ সহ সব ধরনের সাহায্য সহযোগিতা করার আহবান জানান |
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি বনিক কিশোর কুমার,যুগ্ম সাধারণ সম্পাদক মো ইলিয়াস,দপ্তর সম্পাদক মাসুম আলী,সহ দপ্তর সম্পাদক কামাল হোসাইন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন,সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হাওলাদার,আন্তর্জাতিক বিষয়ক সংপাদক আলমাস বিশ্বাস,সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান সিদ্দিকী,সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান ডালি,ক্রীড়া সম্পাদক একরামুল হক,সহ ক্রীড়া সম্পাদক মুন্না উদ্দিন ,প্রচার সম্পাদক হারুন উর রশিদ,সহ প্রচার সম্পাদক আহমেদ হোসাইন জুয়েল,গণসংযোগ সম্পাদক আরিফ মিয়া,শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জ্বল,সহ শিক্ষা ও ধর্ম বিষয়ক আব্বাস চকিদার,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌরভ,যুব কল্যাণ সম্পাদক মাহবুব জামান লিঙ্কন,সহ যুব কল্যাণ সম্পাদক দেলওয়ার হোসেন,সদস্য ইয়াসিন পাঠুয়ারী,সেলিম ভুইয়া,পায়েল খন্দকার,গোলাম আক্তার সাব্বির,মো আলী,জাকির হোসেন লিকন,হাবিবুর রহমান,আরিফুল হক ভুইয়া,ইসমাইল ভুইয়া,ওবায়েদ বেপারী,মোহাম্মেদ আব্দুল্লাহ ও রাবেয়া আক্তার মুন্নি |দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান | নাসরিন টুম্পা ও আলমাস বিশ্বাস এর প্রাণভন্ত উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া,রিঙ্কু ও জনপ্রিয় সংগীত শিল্পী পলাশ | সাংস্কৃতিক অনুষ্ঠানে নিশিতা ও পলাশ দর্শকদের মনজোরানো গান পরিবেশন করেন | ইতালির সুনামধন্য নৃত্য শিল্পী রাদিয়া চোখ ধাধানো নৃত্য পরিবেশন করে | সর্বশেষে রিঙ্কু দর্শকদের অনুরুধের ও তার প্রিয় সব সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন মাতান | অনুষ্ঠানে প্রচুর প্রবাসী বাংলাদেশী তাদের পরিবার ও ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন |
উল্লেক্ষ ভারেজ বাংলাদেশ এসোসিয়েসন ৫১ সদস্য বিশিষ্ট ৩ বছরের জন্য কার্যকরি কমিটি ও উপদেষ্টা ঘটন করা হয়েছে |