ইরাকে বোমা হামলায় নিহত ৬০
ডেস্ক রিপোর্ট : ইরাকে পৃথক কয়েকটি বোমা বিস্ফোরণে ৬০ জন নিহত হয়েছেন। শুক্রবার বাগদাদের সুন্নি মুসলিম অধ্যুষিত এলাকায় কয়েক দফা বোমা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
ইরাকের শিয়া সমপ্রদায়ের ওপর হামলার মাত্র দুদিন পরে সুন্নিদের ওপর এই হামলার ঘটনা ঘটলো। গত ৩ দিনে দেশটিতে বোমা হামলায় মোট ১২০ জন মানুষ নিহত হয়েছেন।
কর্মকর্তারা বলছেন, শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে বাকুবায় একটি সুন্নি মুসলিম মসজিদের বাইরে জুমার নামাজের পর দুই দফা বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।
কিছুক্ষণ পর যখন স্থানীয় মানুষেরা নিহত ও আহত মানুষদের সাহায্যে ব্যস্ত, সেখানে দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরিত হয়।
এই দুই ঘটনায় অন্তত ৫৬ জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
অন্যদিকে বাগদাদের কাছে মায়দান শহরের বিস্ফোরণটি হয় একটি শব শোভাযাত্রার ওপর। এতে ৮ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন।
সন্ধ্যার আগে বাগদাদের কাছে সুন্নী অধ্যুষিত এলাকায় অপর এক বোমা বিস্ফোরণে ১৪ জন মারা যান।
সেখানে আবু আলী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের প্রচ- শব্দ শুনে তিনি বাড়িতে ফিরে গিয়ে জানতে পারলেন, তার বাচ্চারা এই হামলায় আহত হয়েছে আর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, গত কয়েক মাসের মধ্যে শুক্রবারের ঘটনায় ইরাকে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটলো।
গত ৩ দিনে দেশটিতে বোমা হামলায় ১২০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ আর ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সম্পদ।
ইরাকজুড়ে শিয়া এলাকাগুলোতে প্রাণঘাতী হামলার দুদিন পর এ হামলা হলো। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী শুক্রবারের হামলার দায় স্বীকার করেনি।
একমাস আগে কিরকুকের কাছে একটি সুন্নি বিক্ষোভ শিবিরে তল্লাশি অভিযান শুরু করার পর থেকে বোমা হামলা বেড়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
২০১১ সালের শেষ দিকে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলে যাওয়ার পর দেশটিতে সামপ্রদায়িক সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠে।