জেলগেটে আটক বিএনপির ৪৫ নেতাকর্মীকে ছেড়ে দেয়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জামিনে মুক্তি পেয়ে গাজীপুরের কাশিমপুর কারা ফটক থেকে আটক হওয়া বিএনপির ৫৩ নেতাকর্মীর মধ্যে ৮ জনকে নেতাকর্মীকে আটক রেখে অন্যদের ছেড়ে দেয়া হয়েছে।
যাচাই-বাছাই শেষে শনিবার রাতের মধ্যেই ৪৫ জনকে ছেড়ে দেয়া হয়। অন্য মামলা থাকায় ৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা সূত্র।
শনিবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে বিএনপির ৫৩ জন নেতাকর্মী জামিনে মুক্তি পান এবং কারা ফটক থেকে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে।
গোয়েন্দা সূত্র জানায়, কারা ফটক থেকে ৫৩ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের জন্য গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। তাদের এখনো গ্রেফতার দেখানো হয়নি। তবে যাচাই-বাছাই শেষে কয়েক জনকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হতে পারে।
প্রত্যক্ষদর্শী ও করা সূত্র জানায়, শুক্রবার কাশিমপুর কাগারাগার-১ এ থাকা ৩৫ জনের জামিন আদেশের কাগজ ঢাকা থেকে কাশিমপুর কারাগারে পৌঁছে। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর শনিবার দুপুর ১২টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। পরে কারা ফটক থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে গাড়িতে তোলে নিয়ে যায়।
অপরদিকে জামিন আদেশের কাগজপত্র পাওয়ার পর যাচাই-বাছাই শেষে কাশিমপুর-২ কারাগার থেকে ১৮ জন নেতাকর্মীকে ছেড়ে দেয়া হলে কারা ফটক থেকে তাদেরও আটক করে গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, গত ১১ মার্চ বিএনপির মহাসমাবেশের দিন ভাংচুর, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে এই ৫৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গত ১ এপ্রিল তাদের কাশিমপুর কারাগারে আনা হয়। এর মধ্যে কারাগার-১ এ ৩৫ জন ও কারাগার-২ এ ১৮ জনকে রাখা হয়।