বড়লেখায় বাল্য বিয়ে নিরোধ বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৯ মে, ২০১৩ ৬:৩৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৩২ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় বাল্য বিয়ে নিরোধে ইউনিয়ন পরিষদের কার্যকারিতা বিষয়ক কর্মশালা গতকাল ১৮মে শনিবার দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। এতে ইউপি সদস্য/সদস্যা ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন অংশ নেন। ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের সভাপতিত্বে ও সচিব আবু সাহীনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদেও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা। বাল্য বিয়ের নানা ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক কাজী নূরুল ইসলাম, সহকারী প্রকাশনা কর্মকর্তা মোহা্মদ আব্দুল জলিল মল্লিক, ইউপি মেম্বার সোনা মিয়া, সাংবাদিক আব্দুর রব, কাজী হুমা্য়ুন রশীদ চৌধুরী প্রমূখ।