সুজন-সুশাসনের জন্য নাগরিক কুলাউড়া উপজেলা কমিটির সভা

কুলাউড়া প্রতিনিধি : সুজন-“সুশাসনের জন্য নাগরিক’ কুলাউড়া উপজেলা কমিটির সভা গতকাল ১৮মে শনিবার সকাল ১১টায় স্থানীয় বাদশাহী হোটেলে অনুষ্টিত হয়। সুজন কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ’র সভাপতিত্বে ও সম্পাদক বদরুল হোসেন খান এর পরিচালনায় অনুষ্টিত সভায় সুজনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক ও সজুনের সদস্য মোঃ খালেদ পারভেজ বখ্শ, সুজনের উপজেলা কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ও মৌলানা মতিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ ডাঃ সৈয়দ জসিম উদ্দিন, সদস্য নেহার বেগম, পংকী মিয়া, খন্দকার খালিছ মিয়া ও নুরুলইসলাম প্রমুখ। সভায় সুজন কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি ও ভুকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সুজনের প্রত্যেক সদস্যকে আরও সক্রিয় হয়ে কাজ করতে হবে ।