ইটিভির প্রতিনিধি সাইফুল তালুকদারের অ্যাওয়ার্ড লাভ

আমিরাত প্রতিনিধি:: একুশে টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারকে সেন্টার ফর এনআরবি বাংলাদেশ পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত ১৫ মে দুবাইস্থ হোটেল শেরাটন বলরুমে রিককনিশান এন্ড নেটওয়াকিং কনফারেন্সে এনআরবির চেয়ারপারসন এস এম শেকিল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. জাফর আহম্মেদ খান। বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড. মাহামুদুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় যুগ্ম সচিব ড. আবু হেনা মোস্তাফা কামাল, দুবাই কনস্যুলেট লেবার কাউন্সেলর নাসরিন জাহান, বরিশাল কল্যাণ পরিষদের সভাপতি এনআরবি দুবাই কোঅডিনেটর রাজা মল্লিক, রাস আল খাইমা স্কুলের সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদ সহ প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,সাইফুল ইসলাম তালুকদার ২০০৪ সালে হিউম্যান রাইটস জার্নালিস্ট অ্যাওয়ার্ড, ২০০৩ সালে ইউএইতে রাষ্ট্রদূত পদক, ২০১২ সালে পুষ্পাঙ্গন সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি