জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের নিউপোর্ট শাখার কমিটি গঠন : আব্দুল মন্নাফ কনভেনার ও এম.এ রউফ সেক্রেটার

বদরুল হক, লন্ডন থেকে : বিপুল উৎসাহ উদ্দীপনায় ও রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে নিউপোর্ট শাখার কমিটি গঠনের লক্ষ্যে গত ১৯ মে রোববার নিউপোর্ট’র স্থানীয় রেস্টুরেন্টে এক সমাবেশের আয়োজন করা হয়।
নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ঠ রাজনীতিবিদ শেখ মোঃ তাহির উল্লার সভাপতিত্বে ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউ’কের অন্যতম সংগঠক যুবনেতা শফি কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউইকের কনভেনার যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস।
প্রধান বক্তা ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের ডেপুটি কনভেনার ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক।
বিশেষ অতিথি ছিলেন নিউপোর্ট আওয়ামীলীগের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান, ওয়েলস আওয়ামীলীগ লিডার হারুন তালুকদার, সোয়ানসী আওয়ামীলীগ সভাপতি মোঃ রকিব মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান মকবুল।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউপোর্ট যুবলীগের সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সোয়ানসী যুবলীগের সেক্রেটারী ফেরদৌস রহামন, প্রজন্ম ৭১ নিউপোর্ট এর সভাপতি বেলায়েত হোসেন খান, প্রবীন মুরব্বী হাজী আব্দুল হক, মনসুর মিয়া, হাজী মকলিছ মিয়া, যুবনেতা আনহার মিয়া, রুহুল আমিন, সিতাব আলী, গিয়াস উদ্দিন, রাশেদ আহমদ, শাহীন আহমদ প্রমুখ।
দ্বিতীয় পর্বে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সমগ্র বৃটেন জুড়ে আন্দোলনকে এগিয়ে নেওয়া ও বিশ্বজনমত গঠনের লক্ষ্যে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নাফকে কনভেনার আলহাজ্ব মনসুর মিয়া ও নজরুল ইসলামকে ডেপুটি কনভেনার, যুবনেতা এম.এ রউফকে মেম্বারশীপ সেক্রেটারী ও মৌলানা শাহীন আহমদকে অর্গানাইজিং সেক্রেটারী করে ৩১সদস্য বিশিষ্ট জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউইকে নিউপোর্ট শাখার কমিটির নাম সংগঠনের কেন্দ্রীয় কনভেনার মনসুর আহমদ মকিস ঘোষণা করেন। উপস্থিত সবাই মোর্হুমোহ করতালির মাধ্যমে পাশ করার পর নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউইকের কনভেনার সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস নতুন কমিটিকে অভিন্দন জানিয়ে বলেন- যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে ও প্রবাসে স্বাধীনতা বিরোধীরা বর্তমান সরকার ও ট্রাইব্যুনালের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। এদের প্রতিহত করতে নিউপোর্ট এর নতুন কমিটি আরও অগ্রনী ভূমিকা রাখতে হবে এবং ক্যাম্পেইন চালিয়ে যেতে হবে।