আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বৃটেনের কার্ডিফে ওয়েলস আওয়ামীলীগের সেমিনার অনুষ্ঠিত

শেখ এম. এ.সালাম, কার্ডিফ : ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সভানেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গত ১৭ মে যুক্তরাজ্য আওয়ামীলীগ ওয়েলস শাখার উদ্যোগে কার্ডিফের স্থানীয় রেস্টুরেন্টে এক সেমিনারের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিসের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামীলীগের সেক্রেটারী প্রাক্তন ছাত্রনেতা এম.এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত বক্তব্য রাখেন সাইফুল ইসলাম নজরুল, এস.এ রহমান মধু, গোলাম মর্তুজা, আলহাজ্ব লিয়াকত আলী, মল্লিক মোসাদ্দেক আহমদ, হারুন তালুকদার, শেখ আনোয়ার, হাজী আসাদ মিয়া, নূরুল আলম চুনু, হাজী ছালিক মিয়া, সেলিম আহমদ, বদর উদ্দিন চৌধুরী বাবর, রকিবুর রহমান, নোমান চৌধুরী, এবি রুবেল, আবুল কালাম মুমিন, জহির উদ্দিন আলী, আলমগীর আলম, বাহাউদ্দিন পাপল,আব্দুল কালাম, শেখ সালাম, জুয়েল মিয়া, মোমিন চৌধুরী, জুয়েল মিয়া, বদরুল হক ও সেবুল মিয়া প্রমুখ।
ওয়েলস আওয়ামীলীগের সেক্রেটারী এম.এ মালিক প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সর্বমহলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামীলীগ লিডার মনসুর আহমদ মকিস দেশরত্ন শেখ হাসিনার সু-সাস্থ্য, সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে বলেন জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে দিল্লি থেকে কলকাতা হয়ে স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশবাসী পেয়েছিলো আলোর দিশা। জনগণের ভোট ও ভাতের আন্দোলনের কারণে বার বার ঘাতকদের হামলার ও কারাভোগ করাসহ শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে নিরবচ্ছিন্ন লড়াইয়ের মাধ্যমে ও জনগণের ভালোবাসায় অভিষিক্ত হয়ে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের উন্নয়নে ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে যুগান্তকারী অবদান রেখে চলেছেন। বক্তারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে পূনরায় নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।