কমলগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে বিএনপি’র আর্থিক সহায়তা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ শনিবার বিকাল সাড়ে ৫টায় পতনঊষার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়। পতনঊষার ইউনিয়ন বিএনপি’র সভাপতি অলি আহমদ খানের সভাপতিত্বে ও তোয়াবুর রহমান তবারকের পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ও পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সদস্য মোঃ দুরুদ আহমদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী, আব্দুল মছবির, ইউনিয়ন ছাত্রদল সভাপতি শিপন আহমদ, যুবদল নেতা আবু বক্কর বাক্কা, হেলাল চৌধুরী, সুমন প্রমুখ। অনুষ্ঠানে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মাঝে নগদ ১৬ হাজার টাকা বিতরণ করা হয়।