উদীচী কমলগঞ্জ শাখা গঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠির কমিটি গঠন করা হয়েছে। ১৭মে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ কার্যালয়ে উদীচী কমলগঞ্জ শাখার আহবায়ক অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়ের সভাপতিত্বে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠি মৌলভীবাজার জেলা কমিটির কোষাধ্যক্ষ আল আমিন, দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ দাস, সদস্য আব্দুর রাজ্জাক।
সংগঠনের সদস্য সচিব কবি সাইয়্যিদ ফখরুলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, অধ্যাপক শাহাজান মানিক, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, লেখক শামসুদ্দিন আকবর, প্রভাষক গৌতম কর, এমরান আহমদ, মিনহাজ নাসির, মিজানুর রহমান মিষ্টার, আব্দুর রহমান ভান্ডারী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়কে সভাপতি ও কবি সাইয়্যিদ ফখরুলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উদীচী শিল্পী গোষ্ঠি কমলগঞ্জ শাখা গঠন করা হয়।