কুলাউড়ার ব্রাহ্মণবাজারে এবি চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে গত ১৮ মে শনিবার দুপুরে ইয়াং স্টার ক্লাব ব্রাহ্মণবাজারের আয়োজিত এবি চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এমপি। জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি সাইফুর রহমান শাহীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাজী রাশেদা খান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খান, কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক কমল পানি চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট বিভাগ থেকে নির্বাচিত ৩ বারের শ্রেষ্ঠ শিক্ষক আব্দুল হাশিম খসরু, মৌলভীবাজার জেলা যুবলীগ নেতা বিমলেন্দু সেন কৃষ্ণ, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোহেল আহমদ। চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী ৭০ জনের মধ্যে অতিথিবৃন্দরা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এ সময় বিভিন্ন শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।