কুলাউড়ার ছকাপনে সৈয়দা জেবুন্নেছা হক ভবনের নির্মান কাজের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন স্কুল এন্ড কলেজে গত ১৮ মে শনিবার সকাল ১১টায় সৈয়দা জেবুন্নেছা হক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বিদ্যালয় হলরুমে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ছকাপন স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক এমপি। ছকাপন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালিকের সভাপতিত্বে ও প্রভাষক সজল মলিকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান ঝুলুক, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হাসান জসীম, বিদ্যালয় গভর্ণিং বডির সদস্য মাহবুবুর রহমান রাজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয় গভর্ণিং বডির সদস্য জহিরুর রহমান লালা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাহাত বিন চৌধুরী ও সেজি আক্তার। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ১ম শ্রেণীর ঠিকাদার খালেদ আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি রাশেদুল ইসলাম রুবেল। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উলেখ্য. ছকাপন স্কুল এন্ড কলেজে সৈয়দা জেবুন্নেছা হক এর ব্যাক্তিগত অর্থায়নে উক্ত ভবনটি নির্মান করা হচ্ছে।