কমলগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাবির আহমদ ভূঁইয়া কর্তৃক ২০১৩ সালের আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল ১৯মে রোববার সকাল ১১টায় আদমপুর এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান মিয়া। শিক্ষার্থী সংবর্ধনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নূর উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকেন্দ্র শর্ম্মা, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত সিংহ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বশির, বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি সমরজিৎ সিংহ, ছয়ঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজির বক্স, মণিপুরী সাংস্কৃতিক পরিষদের সভাপতি চন্দ্র কীর্তি সিংহ, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক শাহীন আহমেদ, শিক্ষানুরাগী নজরুল ইসলাম মনির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির পৃষ্ঠপোষক আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাবির আহমদ ভূঁইয়া। অনুষ্ঠানে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৬৫০ শিক্ষার্থীদের মধ্যে অভিনন্দন পত্র ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিতদের নইনারপার স্টুডেন্ট লাইব্রেরীর সৌজন্যে কলম দিয়ে বরন করা হয়।