বড়লেখায় দুই শিবিরকর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ মে, ২০১৩ ৬:৩৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০৯ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় গত শুক্রবার রাতে (১৭ মে) অভিযান চালিয়ে দুই শিবিরকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের গৌরনগর গ্রামের মৃত রমিজ আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫) এবং বড়খলা গ্রামের আব্দুল আজিজের ছেলে জুয়েল আহমদ (২১)। বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম নেওয়াজ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা কাঁঠালতলীতে নিহত লোকমান হোসেন হত্যা ও দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাজউদ্দিন লতার স’মিলে অগ্নিসংযোগসহ ভাংচুরের ঘটনায় জড়িত।