বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে-সৈয়দা জেবুন্নেছা হক এমপি
এম. মছবির আলী : সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর সর্বক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান রুপকল্প ২০২১ বাস্তবায়নে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি গত ১৮ মে শনিবার বিকাল ৫ টায় কুলাউড়া উপজেলার শরীফপুর-হাজীপুর ইউনিয়নের মিলনস্থল নছিরগঞ্জ বাজারে এক বিশাল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন আহমদের পরিচালনায় অনুষ্টিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, উপজেলা স্বচ্ছাসেবকলীগের আহবায়ক অজয় দাস, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু দাস, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল, শরীফপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ছালিক বখস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মুজিবুর রহমান, গীতা পাঠ করেন মলয় সেন, মানপত্র পাঠ করেন খলিলুর রহমান। সভা শেষে প্রধান অতিথি হিন্দু কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।