জুড়ীতে ৩ লক্ষ টাকার বাইসাইকেল আটক
প্রকাশিত হয়েছে : ২০ মে, ২০১৩ ৬:৪০ পূর্বাহ্ণ | সংবাদটি ৬০৮ বার পঠিত
জুড়ী প্রতিনিধি : জেলার জুড়ী উপজেলার পশ্চিম বটুলী এলাকা থেকে রোববার সকাল ১০ টার দিকে ফুলতলা সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) অভিযান চালিয়ে ৩ ল টাকার ভারতীয় বাইসাইকেল আটক করেছে।
ফুলতলা ৪১ বিজিবি ব্যাটালিয়নের সোবেদার শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পশ্চিম বটুলী গ্রামে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ প্রায় ৩ ল টাকার ভারতীয় বাইসাইকেল ও সাইকেলের টায়ার টিউব আটক করা হয়েছে। অন্য কাউকে আটক করা যায়নি।