বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতার উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রথমবারের মতো প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন দাবাড়ুকে নিয়ে গত শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমিনুর রহমানের সভাপতিত্বে ও সহ-সম্পাদক ক্রীড়া সংগঠক লুৎফর রহমান চুন্নুর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তী, ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু। উপস্থিত ছিলেন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক দীপক নন্দী, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, সাংসদের ব্যক্তিগত সহকারী কবিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক লিটন শরীফ, স্কাউট শিক্ষক ছয়ফুল হক, শিক্ষক প্রতাপ রঞ্জন দত্ত, সিপিএ সম্পাদক হারুনুর রশীদ বাদশা।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ৫ম-৭ম শ্রেণী, ৮ম-১০ম এবং ১০ম-দ্বাদশ পর্যন্ত দাবাড়ু ছাত্র ও ছাত্রীদের নিয়ে মোট ৬টি গ্রুপে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।