ব্যবসায়ীরা কি করে সহজ উপায়ে ব্রিটিশ ভিসা পেতে পারেন, নতুন চালু হওয়া এই নেটওয়ার্ক সে ব্যপারে ব্যবসায়িদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
এ উপলক্ষ্যে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিক ল বলেছেন, ব্রিটেন হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি এবং ব্রিটেন তার এ অবস্থান ধরে রাখতে আগ্রহী।
আর এ কারনে ব্যবসায়ীরা যাতে কোনো রকম ঝামেলা ছাড়াই তাদের সুবিধামত ব্রিটেন সফর করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্যই এই নেটওয়ার্কটি চালু করা হলো।
তিনি বলেন, এ ছাড়া এর আগে আরো সহজ ও দ্রুতগতিতে ব্রিটিশ ভিসাপ্রাপ্তির লক্ষ্যে ব্রিটেনের ভিসা সার্ভিসকে সম্প্রসারিত করা হয়।