চালু হলো ব্রিটিশ ভিসা সার্ভিসের ব্যবসা ও গ্রোথ নেটওয়ার্ক

বাংলাদেশের ব্যবসায়ীদের ভিসাপ্রাপ্তি সহজ করার জন্য ঢাকায় চালু করা হলো ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন সার্ভিসের একটি ব্যবসা এবং গ্রোথ নেটওয়ার্ক । গত ১৫ মে ঢাকায় ব্রিটেনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিক ল এই নেটওয়ার্কের উদ্বোধন করেন। ব্যবসায়িক কাজে ব্রিটেন সফরে আগ্রহী বাংলাদেশিদের জন্য ভিসাপ্রাপ্তি সহজ করার জন্য ঢাকায় ব্রিটিশ দূতাবাসের এটি হচ্ছে সর্বশেষ উদ্যোগ।
ব্যবসায়ীরা কি করে সহজ উপায়ে ব্রিটিশ ভিসা পেতে পারেন, নতুন চালু হওয়া এই নেটওয়ার্ক সে ব্যপারে ব্যবসায়িদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
এ উপলক্ষ্যে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিক ল বলেছেন, ব্রিটেন হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি এবং ব্রিটেন তার এ অবস্থান ধরে রাখতে আগ্রহী।
আর এ কারনে ব্যবসায়ীরা যাতে কোনো রকম ঝামেলা ছাড়াই তাদের সুবিধামত ব্রিটেন সফর করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্যই এই নেটওয়ার্কটি চালু করা হলো।
তিনি বলেন, এ ছাড়া এর আগে আরো সহজ ও দ্রুতগতিতে ব্রিটিশ ভিসাপ্রাপ্তির লক্ষ্যে ব্রিটেনের ভিসা সার্ভিসকে সম্প্রসারিত করা হয়।