কুলাউড়ায় ইউছুফ-গনী কলেজের দু’ছাত্রের কৃতিত্ব

এম. মছব্বির আলী : কুলাউড়া উপজেলাধীন ইউছুফ-গনী আদর্শ কলেজের মেধাবী দু’ছাত্র অরূপ চক্রবর্তী ও ফয়জুর রহমান এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে কৃতিত্ব অর্জন করেেেছ। জানা যায় হত দরিদ্র পরিবারের মেধাবী দু’ছাত্রের মধ্যে ব্রাহ্মনবাজার ইউনিয়নের মির্জাপুর নিবাসী চা-ফেরীওয়ালা চম্পক চক্রবর্তীর ছেলে অরূপ চক্রবর্তী ২০১২সনের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ গোল্ডেন পেয়ে মানবিক বিভাগে ট্যালেন্টপুল বৃত্তিতে ১ম স্থান এবং গোবিন্দপুর গ্রামের কুষক সিদ্দিকুর রহমানের ছেলে ফয়জুর রহমান একই বিভাগে সাধারন গ্রেডে বৃত্তি লাভ করে কলেজের সুনাম অর্জনে সক্ষম হয়েেেছ। কলেজ অধ্যক্ষ জগদীন্দু ধর জানান ব্রাহ্মনবাজার ইউনিয়নের নবীনগর গ্রামে গ্রামীন পরিবেশে ১৯৯৫সালে প্রতিষ্টিত কলেজের শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম ও যত্নশীল হওয়ায উত্তোরোত্তর কলেজের ফলাফল বৃদ্ধি পাচ্ছে। এবারের পরীক্ষায় ৭৮.৭২% ফলাফল অর্জনে সক্ষম হয়েছে। কলেজের দু’ছাত্র অরূপ চক্রবর্তী ও ফয়জুর রহমান সিলেট শিক্ষা বোর্ডে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করায় কৃতজ্ঞতা ও উত্তোরোত্তর সাফল্য কামনা করেছেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম সরওয়ার খান, অধ্যক্ষ জগদীন্দু ধর, অধ্যাপক মোঃ শাহ আলম সরকারসহ কলেজের শিক্ষকবৃন্দ।