চা শ্রমিক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২১ মে, ২০১৩ ৫:৩১ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৬২ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় ২০ মে সোমবার চা শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় চা বাগানগুলোতে শ্রমিকরা দিনব্যাপী কর্মসূচি পালন করে।
১৯২১ সালের ২০ মে চা শ্রমিকরা বাগান ছেড়ে তাদের মুল্লুকে (নিজ জন্মভুমি) ফিরে যাওয়ার সময় চাঁদপুরের মেঘনাঘাটে বৃটিশ সৈন্যদের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক মারা যায়। এরপর থেকে প্রতি বছর ২০ মে এই দিনটি শ্রমিকরা চা শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে।
চা শ্রমিকরা ২০ মে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করার দাবী জানিয়েছে। দিবসটি পালন উপলড়্গ্যে সন্ধ্যায় রাজনগর চা বাগানে শ্রমিক থিয়েটার “মুল্লুকে চলো” নাটকটি পরিবেশন করে ।