১০৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক
মৌলভীবাজার প্রতিনিধি : রোববার ১৯ মে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জের শহীদ উদ্দিন চৌধুরী মার্কেটের ভাড়াটিয়ার দোকানঘর হতে অতিরিক্ত পুলিশ সুপার সানা শামীনুর রহমান এর নেতৃত্বে ৭০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী মোঃ শাহীন মিয়া (২৫), পিতাঃ মোঃ সিরাজ মিয়া, সাং-কালীপুর পশ্চিমকান্দা, থানাঃ ভৈরব, জেলাঃ কিশোরগঞ্জ‘কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘ দিন যাবৎ সিমেন্টের বস্তার ভেতর করে চটের বস্তা দিয়ে মোড়িয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার ও বিক্রয় করতো। এছাড়া অপর একটি আভিযানিকদল কালাখারচক গ্রামের কামাল উদ্দিন তালুকদারের টিনসেড দোকানঘরের মধ্য হতে সহকারী পুলিশ সুপার মোঃ আল মাহমুদ হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত ১০৫ কেজি গাঁজার আনুমানিক মুল ৮ লক্ষ ৪০ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত গাঁজাসহ আসামীকে হবিগঞ্জ মডেল থানা ও শায়েস্তাগঞ্জ থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে।