মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের ব্যস্ততম এলাকা কুসুমবাগ পয়েন্টের এসআর প্লাজার সম্মুখ থেকে এম সাইফুর রহমান রোড পর্যন্ত একটু বৃষ্টির পানিতে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলাচলে স্থানীয় জনসাধারণকে পোহাতে হয় চরম ভোগান্তি। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বৃষ্টির পানি শুধু সড়কেই নয়, দোকানে ঢুকে ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং লোকসান গুণতে হচ্ছে। এ ব্যাপারে পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন জানান, সরকারিভাবে পানি নিষ্কাশনের জন্য কোনো প্রজেক্ট না আসায় জলাবদ্ধতার জন্য দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।