বিএনপির ১৪৮ নেতাকর্মীর মামলার চার্জ শুনানি ৬ জুন
প্রকাশিত হয়েছে : ২১ মে, ২০১৩ ৭:১৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০৬ বার পঠিত
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতারকৃত ১৪৮ নেতাককর্মীর বিরুদ্ধে পল্টন থানায় দায়েরকৃত দ্রুত বিচার আইনে করা মামলার চার্জ শুনানি আগামী ৬ জুন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এই আদেশ দেন।
মঙ্গলবার চার্জ শুনানির দিন ধার্য থাকলেও কয়েকজন হাজতি আসামি অসুস্থ থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি এবং জামিনপ্রাপ্ত কয়েকজন আসামির পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৬ জুন চার্জ শুনানির দিন ধার্য করে।
আদালতে জাগপা সভাপতি শফিউর আলম প্রধানসহ কয়েকজন নেতা আদালতে হাজির ছিলেন।