ফ্রান্সে অবস্তানরত বাংলাদেশি সাংবাদিকদের সাথে ফ্রান্সস্ত বাংলাদেশ রাষ্ট্রদুতের মতবিনিময়

ডেস্ক রিপোর্টঃ গত ২০ শে মে ফ্রান্সে অবস্তানরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে ফ্রান্সের বাংলাদেশ দুতাবাসের হলরুমে বাংলাদেশ রাষ্ট্রদুত এম শহীদুল ইসলামের আমন্ত্রনে অনুষ্টিত হয় মতবিনিময় সভা।সভার শুরুতে রাষ্ট্রদুত তার স্বাগত বক্তব্যে সাংবাদিকদের কর্মতৎপরতার প্রশংসা করে বলেন ফ্রান্সের সাংবাদিকরা যেভাবে ইতিবাচক ভাবে প্রত্যেকটি গুরুত্বপুর্ন ইস্যুতে ভুমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। কমিউনিটি গঠনে সাংবাদিকদের এ অবদান ফ্রান্সের বাংলাদেশীরা সারা জীবন মনে রাখবে।তিনি দুতাবাসের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে ফ্রান্স ব্যাপী বাংলাদেশকে পরিচিত করা,বাংলাদেশের পোশাক ইন্ডাস্টিজের রপ্তানি বাড়ানো,দুতাবাসের সেবার মান,নতুন ওয়েবসাইট, সহ আগামীদিনের বিভিন্ন কর্মসুচী নিয়ে খোলামেলা আলোচনা করেন।এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন।সাংবাদিকদের বিভিন্ন অভি্যোগ যেমন পাসপোর্ট রিনিউএর মেয়াদকাল ৬ মাস,বাংলাদেশ প্রমোটিং সিস্টেম,পোশাক প্রমোটিং সিষ্টেম,দুতাবাসের বিভিন্ন সেবাদানের উপর আরোপিত বিভিন্ন গুরুত্বপুর্ন অভিযোগ নোট করে আবিলম্বে তা সমাধানের আশ্বাস দেন।সভায় সাংবাদিকদের পক্ষ্য থেকে রাষ্ট্রদুত এবং দুতাবাস কর্মকর্তাবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়। দুতাবাসের কমার্ষিয়াল কাউন্সিলর ফিরোজ রশীদ ও প্রথম সেক্রেটারী ওয়ালিউর রহমানের উপস্থিতে অনুষ্টানে উপস্তিত ছিলেন প্যারিসের বিভিন্ন বাংলা মিডিয়ার সাংবাদিক দেবেশ বড়ুয়া, নুরুল ওয়াহিদ, আবু তাহির, অধ্যাপক আলম অপু, শাহীন আহমদ, ফয়সাল আহাম্মেদ দ্বীপ, খান বাবু রুমেল,ইকবাল হোসেইন, খালেদ রহমান বাপ্পি,বদরুল হাসান, ওলিউর রহমান, সেলিম চৌধুরী, সাখাওয়াত হোসেইন প্রমুখ!